ফেসবুক বিজ্ঞাপন নীতি Facebook Ad Policy
ফেসবুক এড পলিসি (Facebook Ad Policy) ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজি
সংক্ষিপ্ত বিবরণঃআমাদের নীতিগুলিকে বােঝাঃ
আমাদের বিজ্ঞাপনের নীতিগুলি কী প্রকারের বিজ্ঞাপন সামগ্রী অনুমতিপ্রাপ্ত তার নির্দেশিকা প্রদান করে। যখন বিজ্ঞাপনদাতারা একটি অর্ডার করেন, তখন এই সকল নীতির বিরােধী প্রতিটি বিজ্ঞপনকে পর্যালােচনা করা হয়৷ যদি আপনি মনে করেন যে আপনার বিজ্ঞাপনটি ভুল করে অমনােনীত করা হয়েছে, তাহলে অনুগ্রহ করে আমাদেরকে জানান।
বিভ্রান্তির প্রচলিত পয়েন্টগুলিঃ
আপনাকে মেনে চলতে সাহায্য করার জন্য এবং ব্যবহারকারী বান্ধব বিজ্ঞাপনের অভিজ্ঞতার জন্য আমরা কিছু বিভ্রান্তিকর কমন এলাকা হাইলাইট করেছেন। প্রতিটি নীতি সম্পর্কে আরাে জানতে নিচের তিনটি বিষয়ে লক্ষ রাখতে হবে-
• ব্যক্তিগত গুণাবলী
• যৌন প্রস্তাবিত বিষয়বস্তু
• ফেসবুক ব্র্যান্ড পলিসি
বিজ্ঞাপন পর্যলােচনা প্রক্রিয়াঃ
Facebook বা Instagram এ বিজ্ঞাপন প্রদর্শনের আগে, সেগুলি আমাদের বিজ্ঞাপন নীতি মেনে চলছে কিনা তা সম্পর্কে নিশ্চিত হতে পর্যালােচনা করা হয়। সাধারণত ২৪ ঘন্টার আগে বেশীরভাগ বিজ্ঞাপন পর্যালােচনা করা হয়, যদিও কোন কোন সময় এটি বেশী সময় নিতে পারে।
আমরা কি বিবেচনা করিঃ
বিজ্ঞাপন পর্যালােচনার প্রক্রিয়া চলাকালীন, আমরা আপনার বিজ্ঞাপনের চিত্র, টেক্সট=, লক্ষ্য এবং অবস্থান, উপরন্তু আপনার বিজ্ঞাপনের ল্যান্ডিং পৃষ্ঠাতে থাকা বিষয়বস্তু পরীক্ষা করব৷ যদি ল্যান্ডিং পৃষ্ঠার বিষয়বস্তু সম্পূর্ণরূপে কার্যকরী না হয় তাহলে আপনার বিজ্ঞাপনটি অনুমােদিত নাও হতে পারে, আপনার প্রচার করা বিজ্ঞাপনের সঙ্গে পণ্য/পরিষেবা মিলছে কি বা সম্পূর্ণরূপে আমাদের বিজ্ঞাপনের নীতিগুলিকে মেনে চলছে কি না, আমরা সেটিও পরীক্ষা করে থাকি।
একটি বিজ্ঞাপন পর্যালােচনা করার পরে কি ঘটে?
আপনার বিজ্ঞাপন পর্যালােচনা করার পর, আপনি একটি বিজ্ঞপ্তি পাবেন যেখানে আপনি জানতে পারবেন আপনার বিজ্ঞাপন অনুমােদিত কিনা। যদি তা অনুমােদিত হয়, তাহলে আমরা আপনার বিজ্ঞাপন চালাতে শুরু করব এবং আপনার অ্যাডস ম্যানেজারে আপনার ফলাফল দেখতে পারেন।
যদি অননুমােদিত হয় তাহলে প্রয়ােজনীয় পদক্ষেপ নিনঃ
আপনার বিজ্ঞাপন সম্পাদনা করুনঃ
আপনার বিজ্ঞাপনটি যদি সম্পূর্ণরূপে আমাদের নীতি মেনে চলার জন্য অনুমােদিত না হয় তাহলে আপনি এটি সম্পাদনা করতে পারেন এবং পর্যালােচনার জন্য পুনরায় জমা দিতে পারেন৷ আপনার বিজ্ঞাপন সম্পাদনাকরতেঃ
আপনার বিজ্ঞাপন অ্যাকাউন্টের সাথে সংযুক্ত ইমেল ঠিকানাটি পরীক্ষা। করুন৷ আপনার বিজ্ঞাপনটি যদি অনুমােদন না পায় তাহলে আমরা আপনাকে বিবরণ সহ একটি ইমেল পাঠাব যাতে কেন অনুমােদন করা হয়নি তার বর্ণনা থাকবে।
আপনার অননুমােদন ইমেলে তথ্যটি ব্যবহার করে, আপনি আপনার বিজ্ঞাপন সম্পাদনা করতে পারেন এবং অনুবর্তী কোনাে কিছু তৈরি করতে পারেন৷ পদক্ষেপগুলি সম্পাদনা করার জন্য এই পৃষ্ঠাটি তৈরি করুন৷
আপনার সম্পাদনা করা পরিবর্তনগুলি সংরক্ষন করুন৷ একবার আপনি আপনার পরিবর্তনগুলি সম্পাদনা করলে, আপনার বিজ্ঞাপনটিকে পর্যালােচনার জন্য পুনরায় জমা করা হবে৷
সিদ্ধান্তের জন্য আবেদন করুনঃ
আপনি যদি আপনার বিজ্ঞাপন সম্পাদনা করতে না পারেন অথবা যদি আপনার মনে হয় যে এটি ভুল যার অনুমােদন নেই তার জন্য আপনি এই ফর্ম ব্যবহার করে সিদ্ধান্তের জন্য আবেদন করতে পারেন।
নিষিদ্ধ বিষয়বস্তুঃ
১- সম্প্রদায়ের আদর্শগুলিঃ
বিজ্ঞাপনকে আমাদের কমিউনিটি মানদন্ড মেনে চলতে হবে। Instagram এর বিজ্ঞাপনগুলিকে Instagram কমিউনিটি মানদন্ড মেনে চলতে হবে।
২-বেআইনী পণ্য বা পরিষেবাগুলিঃ
বিজ্ঞাপনগুলি এমন হবে না যা অবৈধ পণ্য, পরিষেবা বা কার্যক্রম প্রচার করে । অপ্রাপ্তবয়স্কদেরকে লক্ষ্য করে বানানাে বিজ্ঞাপনগুলি পণ্য, পরিষেবা বা সামগ্রীর প্রচার করবে না যেটি অনুপযুক্ত, অবৈধ বা অনিরাপদ বা যেটি ঐ বয়সীদের ক্ষেত্রেও অযৌক্তিক চাপ প্রয়ােগ করে৷
বৈষম্যমূলক আচরণগুলিঃ
বিজ্ঞাপনগুলি অবশ্যই জাতি, আদিবাসী, বর্ণ, জাতীয় উৎস, ধর্ম, বয়স, লিঙ্গ, যৌন দৃষ্টিভঙ্গি, লিঙ্গ পরিচয়, পরিবারের স্থিতি, অক্ষমতা, চিকিৎসা বা জেনেটিক অবস্থার মতাে ব্যক্তিগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানুষের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরন উৎসাহিত করবে না।
এর মাঝে রয়েছেঃ
১- ইচ্ছে বা ভুল করে নির্দিষ্ট বয়স বা এলাকা বা বিশ্বাসের মানুষকে লক্ষ্য করে তৈরি বিজ্ঞাপন।
২- ইচ্ছে বা ভুল করে কোন মানুষকে একটি নির্দিষ্ট বিজ্ঞাপন দেখতে বাধা দেয়া বা ব্যান করা।
তামাকজাত পণ্যসমূহঃ
বিজ্ঞাপনে কোন ধরনের তামাক জাতীয় পণ্য ও প্যারাফারনালিয়া সম্পর্কিত ব্যবহার এবং বিক্রয় প্রচার করা যাবে না।
উদাহরণঃ
> ব্লগ বা গ্রুপ যেটি তামাক-সম্পর্কিত আগ্রহ মানুষদের মাঝে জাগ্রত করে। এমন কিছু দেয়া যাবে না।
> তবে, ধূমপান বিরােধী প্রচার এবং ই-বুক, ধূমপান আসক্তিদের জন্য কাউন্সেলিংপরিষেবা এবং ধূমপান পুনর্বাসন প্রােগ্রাম বা কেন্দ্র প্রচার করা যাবে।
> সিগারেট, সিগার, তামাক চেবানাে , তামাক পাইপ, হুঁকা, হুঁকা লাউঞ্জ, রােলিং পেপার, ভেপারাইজড ডেলিভারি ডিভাইস এবং ইলেকট্রনিক সিগারেট সহ তামাক বা তামাক সংক্রান্ত পণ্য প্রচার করা যাবে না।
> আজই এখানে সিগারেট এবং ই-সিগারেট কিনুন!" এমন প্রচার করা যাবে না।
মাদক ও মাদক-সংক্রান্ত পণ্যসমূহঃ
বিজ্ঞাপনগুলি অবশ্যই অবৈধ প্রেসক্রিপশন বা বিনােদনমূলক ঔষধের বিক্রয় বা ব্যবহার প্রচার করবে না৷
উদাহরণঃ
মাদক-সংক্রান্ত জিনিসপত্র যেমন বং, রােলিং পেপার এবং বাস্পীভূত মাদক সরবরাহ করা ডিভাইসগুলি
অনিরাপদ সাপ্লিমেন্টঃ
নিজস্ব বিবেচনার ভিত্তিতে Facebook দ্বারা নির্ধারিত বিজ্ঞাপনগুলি অনিরাপদ ফুড ও হেলথ সাপ্লিমেন্ট প্রচার করতে পারবে না।
উদাহরণঃ
এই নিষেধাজ্ঞার ভেতর অ্যানাবলিক স্টেরয়েড, চিতসান, কমফ্রে, ডিহাইড্রোপিয়ানড্রোস্টেরােইন, এফেড্রা এবং হিউম্যান গ্রোথ হরমােন। অন্তর্ভুক্ত।
অস্ত্র, বিস্ফোরক ও এমুনিশন সংক্রান্তঃ
ফেসবুকে কোনভাবেই অস্ত্র, বিস্ফোরক ও এমুনিশনের প্রচার ও বিক্রি করা যাবে না। এক্ষেত্রে অস্ত্র সংক্রান্ত যাবতীয় তথ্য দেয়া সম্পূর্ণভাবে নিষেধ।
উদাহরণঃ
ব্লগ বা গ্রুপ যেটি অস্ত্র-সম্পর্কিত আগ্রহ সহ মানুষদের সংযুক্ত করে থাকে। বাজি এবং বিস্ফোরক সংক্রান্ত বিজ্ঞাপন।
প্রাপ্তবয়স্কদের জন্য পণ্য বা পরিষেবাঃ
পরিবার পরিকল্পনা এবং গর্ভনিরােধক ছাড়া বিজ্ঞাপন যা অন্য কোনাে প্রাপ্তবয়স্ক পণ্য বা পরিষেবার ব্যবহার বা তার বিক্রয় এবং প্রচার করা যাবে। গর্ভনিরােধকের বিজ্ঞাপনে গর্ভনিরােধক পণ্যের বৈশিষ্ট্যতে অবশ্যই ফোকাস করতে হবে, যৌন আনন্দ সম্পর্কে জোর দিলে হবে না এবং অবশ্যই তা ১৮ বছর বা তার বেশী বয়সী লােকেদের টার্গেট করা আবশ্যক।
উদাহরণঃ
“আপনার স্থানীয় শিক্ষার্থী স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে কন্ডােম।" এই উদাহরণ পাঠ্যটি যতক্ষণ ১৮ বছর বা তার বেশী বয়সী টার্গেট করবে ততক্ষণ নিয়ম মেনে চলবে।
"আমাদের ব্র্যান্ডেড কনডােম দিয়ে নিরাপস যৌন অভ্যাস।” এই টেক্সটটি সঙ্গতিশীল, যতক্ষণ এটি ১৮ বছরের বেশি ব্যক্তিদের লক্ষ্য করে করা হয়৷ “নাটকীয়ভাবে আপনার যৌন জীবন উন্নত করতে আমাদের জেল ব্যবহার করুন৷”-এমন বিজ্ঞাপন নিষিদ্ধ। যৌন আনন্দের জন্য আমাদের সেক্স টয় কিনুন।”-এটিও নিষিদ্ধ।
প্রাপ্তবয়স্কদের জন্য সামগ্রীঃ
বিজ্ঞাপনে প্রাপ্তবয়স্কদের সামগ্রী রাখা যাবে না। এর মধ্যে সুস্পষ্ট বা পরামর্শমূলক অবস্থানে লােকদের চিত্র অথবা মাত্রাতিরিক্ত ইঙ্গিতপূর্ণ বা যৌন উত্তেজক কার্যকলাপ অন্তর্ভুক্ত।
বিজ্ঞাপন যা কারাে সাথে সাক্ষাতের দাবি করে অথবা পরােক্ষভাবে ইঙ্গিত দেয়, তাদের সাথে সংযােগ করে অথবা তাদের তৈরি করা সামগ্রী দেখায় যাতে যৌন স্থিতি রাখা যাবে না অথবা বিজ্ঞাপনে যে ব্যক্তিকে দেখানাে হয়েছে তাকে যেন যৌন ভঙ্গিতে দেখানাের উদ্দেশ্য নিয়ে না করা হয়।
উদাহরণঃ
নগ্নতা বা পরােক্ষ নগ্নতা দেখানাে যাবে না। কোনাে ব্যক্তির শারীরিক অংশ যেমন অ্যাবস, পশ্চাদ্দেশে বা ছাতির উপর ফোকাস করে এমন ছবি, এমনকি তা প্রকৃতিতে স্পষ্টভাবে যৌনতাযুক্ত না। হলেও তা দেখানাে যাবে না।
এমন ডেটিং বিজ্ঞাপন যাতে বিজ্ঞাপনের ফোকাস আংশিক পােশাক পরা মডেলের উপরে থাকে তা দেখানাে যাবে না।
তৃতীয়-পক্ষের লঙ্ঘনঃ
বিজ্ঞাপনগুলিতে অবশ্যই এমন কিছু সামগ্রী রাখা যাবে না যা কপিরাইট, ট্রেডমার্ক, গােপনীয়তা, প্রচার, বা অন্যান্য ব্যক্তিগত মালিকানার অধিকার সহ কোনাে তৃতীয় পক্ষের অধিকার লঙ্ঘন করে বা ভঙ্গ করে।
আপনার অধিকার লঙ্ঘন করছে বা ভঙ্গ করছে বলে মনে হওয়া কোনাে সামগ্রীর অভিযােগ জানাতে, অনুগ্রহ করে আমাদের মেধা সম্পত্তি সাহায্য কেন্দ্রতে যান।
উত্তেজনাপূর্ণ সামগ্রীঃ
বিজ্ঞাপনগুলিতে অবশ্যই উত্তেজনাপূর্ণ, আঘাতকারী, অসম্মানজনক অথবা অতিরিক্ত মাত্রায় হিংসাত্মক সামগ্রী থাকা যাবে না৷
উদাহরণঃ
এমন সব ছবি যা দর্শকদের চমকে বা ভয় পাইয়ে দেবে।
চিত্রগুলি যা ভীতিকর, রক্তাক্ত বা উত্তেজনাপূর্ণ।
এমন বিজ্ঞাপন যা হিংসাকে উৎসাহিত করে।
ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলীঃ
বিজ্ঞাপনে অবশ্যই এমন কিছু থাকবে না যেখানে ব্যক্তিগত গুণাবলীর দাবি। বা ইঙ্গিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যক্তির জাতি, জাতিগত উৎস, ধর্ম, বিশ্বাস, বয়স, যৌন প্রবৃত্তি বা চর্চা, লিঙ্গ পরিচয়, অক্ষমতা, শারীরিক অবস্থা (শারীরিক বা মানসিক স্বাস্থ্য), আর্থিক স্থিতি, ট্রেড ইউনিয়নে মেম্বারশিপ, অপরাধের রেকর্ড বা নাম সম্পর্কে প্রত্যক্ষ বা পরােক্ষ দাবি বা লুকানাে ইঙ্গিত।
উদাহরণঃ
বিজ্ঞাপনটি যদি সৃজনশীল যা প্রচার করা পণ্য বা পরিষেবাটিকে বর্ণনা করে বা প্রদর্শন করে সেটি এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। নির্দিষ্ট গােষ্ঠীর বা ব্যক্তির ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলী রেফারেন্স হিসেবে দেয়া। যাবে না।
জাতিঃ
উদাহরণঃ
“হিস্পানিক পুরুষরা অনলাইনে মিট করুন!”
“আপনার কাছাকাছি রয়েছে এমন অন্য ব্ল্যাক মানুষের সঙ্গে চ্যাট করুন!”
“আজই ব্ল্যাক সিঙ্গলস খুঁজুন৷”- এমন বিজ্ঞপ্তি দেয়া যাবে না।
ধর্ম বা দার্শনিক বিশ্বাসঃ
উদাহরণঃ
“খ্রীষ্টান অবিবাহিতরা ডেট করুন!”
“আপনি কি খ্ৰীষ্টধর্মাবলম্বী?”
“আপনি কাছাকাছি কি বৌদ্ধদের খুঁজছেন?”
“অন্য বৌদ্ধধর্মের লােকেদের সঙ্গে মিট করুন” এমন বিজ্ঞপ্তি দেয়া যাবে না।
বয়সঃ
উদাহরণঃ
“সিনিয়রদের সঙ্গে সাক্ষাত করুন"
“অন্যান্য সিনিয়রদের জন্য সাক্ষাৎ করুন” “
কিশাের কিশােরীদের জন্য একটি পরিষেবা” এমন বিজ্ঞপ্তি দেয়া যাবে না।
যৌন প্রবৃত্তি বা যৌন আচরণঃ
উদাহরণঃ
আপনি কি গে?
গে ডান্স ক্লাব
অন্যান্য লেসবিয়ানদের সাথে চ্যাট করুন।
লিঙ্গ পরিচয়ঃ
উদাহরণঃ
“রূপান্তরকামী অবিবাহিতরা মিট করুন”
“আপনার লিঙ্গ পরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে?”
অক্ষমতা বা মেডিকেল কন্ডিশনঃ
উদাহরণঃ
“বুলিমিয়া কাউন্সেলিং পাওয়া যায়”
“আপনার কি ডায়াবেটিস আছে?”
“ডিপ্রেশন কাউন্সেলিং”
আর্থিক স্থিতি বা তথ্যঃ
উদাহরণঃ
“প্রত্যেকটি আর্থিক প্রয়ােজনীয়তা কভার করার জন্য আমাদের কাছে আছে আর্থিক পরিষেবা।
” আপনি কি দেউলিয়া? আমাদের পরিষেবা পরীক্ষা করে দেখুন৷”
ট্রেড ইউনিয়নে সদস্যতাঃ
উদাহরণঃ
"আজ আমাদের ইউনিয়নের একটি অংশ হােন"
“আপনার ইউনিয়নের দু'নম্বরি অপছন্দ? আজ আমাদের ইউনিয়ন যােগদান করুন।”
অপরাধমূলক রেকর্ডঃ
উদাহরণঃ
" পূর্ববর্তী যে কোনাে অপরাধ সাফ করার জন্য আমাদের সেবা নিন।
"আপনি কি একজন দোষী সাব্যস্ত দুবৃত্তিপূর্ণ লােক?"
নামঃ
উদাহরণঃ
বিভ্রান্তিকর বা মিথ্যা সামগ্রীঃ
বিজ্ঞাপন ল্যান্ডিং পৃষ্ঠা এবং ব্যবসায়িক অনুশীলনগুলিতে অবশ্যই প্রতারণামূলক দাবি, অফার, বা পদ্ধতি সহ প্রতারণামূলক, মিথ্যা, বা বিভ্রান্তিমূলক সামগ্রী থাকবে না।
উদাহরণঃ
“পেটের মেদ কমানাের ব্যাপারে জানুন৷”
“ওজন কমানাের জন্য পরামর্শগুলি”
“আপনার পেটের চর্বি ঝরাতে পরামর্শ” এমন বিজ্ঞাপন গ্রহণযােগ্য তবে-
“ওজন কমানাের ১ টি পাগল করা পরামর্শ!"
“প্রতি 2 সপ্তাহে ১৫% লাভ করুন” এমন বিজ্ঞাপন নিষিদ্ধ।
বিতর্কিত সামগ্রীঃ
বিজ্ঞাপনগুলিতে এমন কোন বিষয়বস্তু যা বাণিজ্যিক উদ্দেশ্যের লক্ষ্যে বিতর্কিত সামাজিক অথবা রাজনৈতিক সমস্যা নিয়ে কথা বলে তা প্রচার করা যাবে না।
অ-কার্যকরী ল্যান্ডিং পেজঃ
বিজ্ঞাপনগুলি লােকেদের অকার্যকর ল্যান্ডিং পৃষ্ঠাগুলিতে নির্দেশ করতে পারবে না। এর মধ্যে রয়েছে ল্যান্ডিং পৃষ্ঠার বিষয়বস্তু যেখানে পেজ থেকে বেরিয়ে যাওয়ার জন্য কোনাে ব্যক্তির সমস্যা তৈরি করে।
উদাহরণঃ
ত্রুটি যুক্ত পৃষ্ঠা বা সাইট যা নির্মানাধীন রয়েছে।
JPEG অথবা PDF ফাইল আছে এমন ল্যান্ডিং পৃষ্ঠাগুলি।
ল্যান্ডিং পৃষ্ঠাগুলি যা বিজ্ঞাপনে প্রচার করা পরিষেবা অথবা পণ্যের সাথে মিলছে না।
নজরদারীর সরঞ্জামঃ
বিজ্ঞাপনগুলি গুপ্তচর ক্যামেরা, মােবাইল ফোন ট্র্যাকার বা অন্য কোন লুকানাে নজরদারি সরঞ্জামের বিক্রয়ের জন্য প্রচার করতে গেলে সে সম্পর্কে বিস্তারিত জানাতে হবে।
ব্যাকরণ ও ভাষার অপবিত্রতাঃ
বিজ্ঞাপনের মধ্যে কটুক্তি বা খারাপ রাখা চলবে না। প্রতীক, নম্বর এবং অক্ষরগুলি আমাদের বিজ্ঞাপন পর্যালােচনা প্রক্রিয়া বা অন্যান্য এনফোর্সমেন্ট সিস্টেমকে বাধা দেওয়ার অভিপ্রায় রেখে না বসিয়ে সঠিকভাবে ব্যবহার করা আবশ্যক।
উদাহরণঃ
আপনার বিজ্ঞাপনের জন্য আপনি যে টেক্সট ব্যবহার করেন সেটিতে সঠিক ব্যকরণ ও যতিচিহ্ন ঠিকভাবে রাখুন।
অতিরিক্ত সংকেত, অক্ষর বা যতিচিহ্ন পরিহার করুন।
আস্টেরিক্স অথবা যে কোন সংকেত দ্বারা আংশিকভাবে আড়াল করা অশ্লীল কথাবার্তা অথবা অবমাননাকর জাতীয় ভাষা পরিহার করুন।
ব্যক্তিগত স্বাস্থ্যঃ
সম্পর্কিত বিজ্ঞাপনগুলোতে অবশ্যই "আগের-এবং-পরের" চিত্র বা অপ্রত্যাশিত বা অসম্ভাব্য ফলাফল রয়েছে এমন ধরনের চিত্র থাকবে না৷ বিজ্ঞাপনের সামগ্রী অবশ্যই ওজন হ্রাস, ডায়েট বা অন্যান্য স্বাস্থ্য বিষয়ক পণ্যকে প্রচার করার লক্ষ্যে কোন ধরনের নেতিবাচক স্ব-উপলব্ধি তৈরি করার ইঙ্গিত দেবে না বা চেষ্টা করবে না৷
উদাহরণঃ
যে ছবিগুলি সম্পূর্ণ বা জুম-না করা ফিগারগুলিকে অন্তর্ভুক্ত করছে তা দেখানাে যাবে না।
জুম করা বিজ্ঞাপনের ছবি শারীরিক অংশের উপর ফোকাস করা যাবে।
মাল্টি লেভেল মার্কেটিংঃ
অবৈধ বা মাল্টি লেভেল আয়ের সুযােগ প্রচার করা বিজ্ঞাপনগুলি, পণ্য বা ব্যবসায়িক মডেলের সঙ্গে সংযুক্ত রয়েছে এমন কিছু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোনভাবেই এমএলএম সংক্রান্ত বিজ্ঞাপন গ্রহনযােগ্য নয়।
উদাহরণঃ
"Get-rich-quick" স্কিমগুলি প্রচার করা যাবে না।
জাল নথিপত্রঃ
বিজ্ঞাপনগুলি জাল নথিপত্রের প্রচার করতে পারে না, যেমন জাল ডিগ্রি, পাসপাের্ট বা অভিবাসন কাগজপত্র৷
স্প্যাইওয়্যার বা মালওয়্যারঃ
বিজ্ঞাপনগুলিতে অবশ্যই স্পাইওয়্যার, ম্যালওয়্যার বা এমন কোনও প্রকার সফ্টওয়্যার থাকবে না যা কোনও অপ্রত্যাশিত অভিজ্ঞতার সৃষ্টি করে। এটি এই সকল পণ্য রয়েছে এমন সাইটগুলিতে লিঙ্ক অন্তর্ভুক্ত করে এমন কিছুও রাখা যাবে না।
যে কোন ধরনের নিষিদ্ধ আর্থিক পণ্য এবং পরিষেবা সংশ্লিষ্ট বিজ্ঞাপনগুলি অবশ্যই এমন কোন আর্থিক পণ্য অথবা পরিষেবার প্রচার করবে যা প্রায়শই বিভ্রান্তিকর অথবা প্রতারণামূলক প্রচারের সঙ্গে জড়িত।
শরীরের অংশের বিক্রিঃ
বিজ্ঞাপনের মানুষের দেশের অংশ বা রক্ত বিক্রির ব্যপারে প্রচার করা যাবে না।
ডিজিটাল এক্সেসঃ
অবৈধ উপায়ে কোন সােশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মে এক্সেস পাইয়ে দেওয়ার বিজ্ঞাপন দেয়া যাবে না।
রেস্ট্রিক্টেড বা সীমাবদ্ধ কনটেন্টঃ
মদঃ
যেসব বিজ্ঞাপন মদের প্রচার করে বা রেফারেন্স দেয় সেগুলি অবশ্যই সমস্ত প্রয়ােগযােগ্য স্থানীয় আইন মেনে চলবে। এক্ষত্রে স্থানীয় শিল্প কোড, নির্দেশিকা, লাইসেন্স এবং অনুমােদন প্রয়ােজন এবং তা আমাদের লক্ষ্য নির্দেশিকা এবং প্রয়ােগযােগ্য স্থানীয় আইনের সাথে সামঞ্জস্য রেখে বয়স এবং স্থানীয় দেশের মানদণ্ড অন্তর্ভুক্ত করবে৷
মনে রাখবেন কিছু দেশে মদের প্রচার করা বা রেফারেন্স দেওয়া বিজ্ঞাপন নিষিদ্ধ: আফগানিস্তান, ব্রুনেই, বাংলাদেশ, মিশর, গাম্বিয়া, কুয়েত, লিবিয়া, লিথুয়ানিয়া, নরওয়ে, পাকিস্তান, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী ও ইয়েমেন।
ডেটিংঃ
অনলাইন ডেটিং পরিষেবার বিজ্ঞাপনগুল শুধুমাত্র আগে থেকে লিখিত অনুমতি থাকলেই তবেই অনুমতিপ্রাপ্ত৷ এগুলি অবশ্যই ডেটিংকে লক্ষ্য করা প্রয়ােজনীয়তাগুলিকে এবং আমাদের ডেটিং গুণমানের নির্দেশিকা মেনে চলবে, যা এখানে পাওয়া যায়৷
নগদ অর্থ দিয়ে জুয়া খেলাঃ
অনলাইন রিয়েল টাকা, ক্যাসিনাে, ক্রীড়া বই, তাসের জুয়া, শুধুমাত্র লিখিত পূর্ব অনুমতি নিয়ে বিজ্ঞাপন প্রচার করতে পারবে।
স্টেট লটারিঃ
সরকার পরিচালিত লটারি ফেসবুকে বিজ্ঞাপন প্রচার করতে পারে, তবে প্রদত্ত বিজ্ঞাপনগুলি যেখানে বিজ্ঞাপন পরিবেশন করা হবে সেই এলাকার আওতায় প্রযােজ্য আইন মেনে চলতে হবে।
অনলাইন ফার্মেসিঃ
বিজ্ঞাপনে প্রেসক্রিপশন ছাড়া ফার্মাসিউটিক্যালের বিক্রয় প্রচার করতে পারবে না। অনলাইন এবং অফলাইন ফার্মেসীর জন্য বিজ্ঞাপনগুলি শুধুমাত্র লিখিত পূর্ব অনুমতি নিয়ে প্রচার করতে পারবে।
ওভার-দ্য-কাউন্টার ওষুধের প্রচারঃ
ওভার-দ্য-কাউন্টার ওষুধের প্রচার করা বিজ্ঞাপনগুলিকে অবশ্যই প্রযােজ্য স্থানীয় আইন, প্রয়ােজনীয় বা প্রতিষ্ঠিত শিল্প কোড, নির্দেশিকা, লাইসেন্স এবং অনুমােদন মেনে চলতে হবে এবং প্রযােজ্য স্থানীয় আইনগুলির সাথে সামঞ্জস্য দেশ ও বয়সকে লক্ষ্য করার মানদণ্ড অন্তর্ভুক্ত করবে।
সদস্যতা গ্রহণের পরিষেবাগুলিঃ
কোন দলের সদস্যতা গ্রহণের জন্য দেয়া পরিষেবাগুলির জন্য বিজ্ঞাপনগুলি অবশ্যই স্থানীয় আইন ও কোড মেনে চলবে।
আর্থিক এবং বীমা পণ্য ও পরিষেবাঃ
সর্বজনস্বীকৃত প্রতিষ্ঠানের ক্রেডিট কার্ডের আবেদন বা আর্থিক পরিষেবার বিজ্ঞাপনী প্রচারের ক্ষেত্রে সেখানে লেনদেনের শতকরা ফি সহ বিজ্ঞাপনের পৃষ্ঠায় এর অ্যাসােসিয়েট ফি সম্পর্কে পর্যাপ্ত তথ্য স্পষ্টভাবে জানানাে আবশ্যক।
ক্রেডিট কার্ড, লােন বা বীমা পরিষেবার প্রচারকারী বিজ্ঞাপনগুলি অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সের লােকেদের লক্ষ্য করে প্রচার করতে হবে। ক্রেডিট কার্ড, লােন বা বিমা পরিষেবার প্রচারকারী বিজ্ঞাপনগুলি অবশ্যই ক্রেডিট কার্ডের তথ্য সহ সরাসরি কোনাে ব্যক্তির আর্থিক তথ্য অনুরােধ করবে না।
ব্র্যান্ডের সামগ্রীঃ
ব্র্যান্ডেড সামগ্রী টুল ব্যবহার করে ব্র্যান্ডেড সামগ্রীর প্রচারের বিজ্ঞাপনগুলি অবশ্যই বৈশিষ্ট্যযুক্ত তৃতীয় পক্ষের পণ্য, ব্র্যান্ড বা ব্যবসার সহযােগীদের ট্যাগ করবে।
সামাজিক সমস্যা সংক্রান্ত বিজ্ঞাপনঃ
কোন ব্যক্তি বা পেজ চাইলে সামাজিক সমস্যা সম্পর্কে বিজ্ঞাপন চালাতে পারে তবে তা অবশ্যই স্থানীয় আইন মেনে চলতে হবে এবং ফেসবুক এই ধরনের বিজ্ঞাপনের ক্ষেত্রে কোন দায় বহন করবে না।
নির্বাচন বা রাজনীতি এবং সামাজিক বিষয় সংক্রান্ত বিজ্ঞাপনের ক্ষেত্রে দাবি পরিত্যাগঃ
সামাজিক বিষয়, নির্বাচন অথবা রাজনীতি সংক্রান্ত বিজ্ঞাপনের জন্য আপনি যে দাবিত্যাগ জমা দেবেন তাতে আমাদের নির্দেশিকা অবশ্যই মেনে। চলতে হবে। অনুমােদন প্রক্রিয়া চলাকালীন আপনি যে তথ্য প্রদান করেছেন। আপনার বিজ্ঞাপনের শিরােনামে সেই তথ্য প্রদর্শিত হবে।
বিজ্ঞাপনগুলি পূর্ব লিখিত অনুমতি ব্যতীত ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং অথবা এই সম্পর্কিত পণ্য এবং পরিষেবাদির প্রচার করতে পারে না।
মাদকাসক্তি নিরাময়ঃ
ব্যক্তিগত চিকিৎসা, অনলাইন এবং ব্যক্তিগত সহায়তা গােষ্ঠীগুলি সম্পর্কে তথ্য এবং যারা পুনর্বাসনে যুক্ত আছেন তাদের জন্য অথবা যারা আসক্তির চিকিৎসা সম্পর্কে তথ্য চাইছেন তাদের জন্য হটলাইন সরবরাহ করা ও ক্লিনিকাল আসক্তি বা ওয়েবসাইটগুলি ফেসবুকে প্রচার করা যাবে।
ফেসবুকে ওজন হ্রাস সংক্রান্ত বিজ্ঞাপন অবশ্যই ১৮ বছরের অধিক বয়সীদের জন্য হতে হবে।
ভিডিও বিজ্ঞাপনঃ
ভিডিও বিজ্ঞাপন এবং অন্যান্য ডাইন্যামিক বিজ্ঞাপন অবশ্যই ফেসবুকের কমিউনিটি মাপকাঠি, পাশাপাশি নীচে দেওয়া নীতিগুলি সহ এই বিজ্ঞাপন নীতিতে তালিকাভুক্ত সমস্ত নিয়ম মেনে চলতে হবেঃ
সংহতিনাশক বিষয়বস্তুঃ
ভিডিও এবং অন্যান্য অনুরূপ বিজ্ঞাপন মাত্রাতিরিক্ত সংহতিনাশক কৌশলে ব্যবহার করা যাবে না, যেমন স্ক্রীন ফ্ল্যাশ করা।
বিনােদন সম্পর্কিত বিধিনিষেধঃ
মুভি ট্রেলার, টিভি শাে, ভিডিও গেম ট্রেলার এবং প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য অন্যান্য অনুরূপ বিষয়বস্তুর বিজ্ঞাপনগুলি কেবলমাত্র ফেসবুকের অগ্রিম লিখিত অনুমতির মাধ্যমে অনুমােদিত এবং ১৮ বছর বা তার বেশী বয়সীদের টার্গেট করা আবশ্যক। এই বিজ্ঞাপনগুলির মধ্যে নিম্নলিখিত বিষয়বস্তু অত্যধিক চিত্রায়ন অনুমতি দেওয়া হয় নাঃ
> মাদক ও মদের ব্যবহার
> প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু
> অশ্লীলতা
> হিংসা ও জমাট বাঁধা রক্ত
> টার্গেটিং
আপনি বৈষম্য, হয়রানি, উত্তেজিত করা অথবা ব্যবহারকারীদের তাচ্ছিল্য করে বিজ্ঞাপন ব্যবহার করতে পারবেন না।
আপনি যদি কাস্টম দর্শকদেরকে আপনার বিজ্ঞাপনের লক্ষ্য করেন তাহলে আপনাকে অবশ্যই একজন দর্শক তৈরি করার সময় প্রযােজ্য শর্তাবলী সহ মেনে চলতে হবে৷
অবস্থান নির্ধারণঃ
প্রাসঙ্গিকতাঃ
যে কোন ছবি, টেক্সট অথবা অন্যান্য মিডিয়া সহ, বিজ্ঞাপনের সকল উপাদানকে অবশ্যই যে পণ্য অথবা পরিষেবা অফার করা হচ্ছে এবং বিজ্ঞাপনটি দেখছেন এরকম দর্শকদের কাছে প্রাসঙ্গিক ও উপযুক্ত হতে হবে৷
নির্ভুলতাঃ
বিজ্ঞাপনগুলি স্পষ্টভাবে পণ্য, কোম্পানি, পরিষেবা অথবা ব্র্যান্ড যার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে সেটিকে প্রতিনিধিত্ব করা যাবে না।
সম্পর্কিত ল্যান্ডিং পৃষ্ঠাঃ
একটি বিজ্ঞাপনের পাঠ্যের মধ্যে প্রচার করা পণ্য এবং পরিষেবাগুলি ল্যান্ডিং পৃষ্ঠাতে প্রচারিত তথ্য অবশ্যই মেলা উচিত এবং সাইটটি নিষিদ্ধ কোন পণ্য বা পরিষেবাতে ব্যবহারকারীকে নিয়ে যেতে পারবে না।
বিজ্ঞাপনের ছবিতে টেক্সটঃ
বিজ্ঞাপন চিত্রগুলিতে অত্যধিক টেক্সট থাকার ফলে আপনার বিজ্ঞাপন কম সংখ্যক ব্যক্তি দেখতে পারে অথবা একেবারেই না চলতে পারে। সম্ভব হলে খুব কম বা কোনও চিত্রের টেক্সট না ব্যবহার করার চেষ্টা করুন।
লিড বিজ্ঞাপনগুলিঃ
বিজ্ঞানদাতারা অবশ্যই আমাদের কাছ থেকে আগে থেকে নেওয়া অনুমতি ছাড়া নিম্নলিখিত ধরনের তথ্য অনুরােধ করতে লিড অ্যাডস প্রশ্নাবলী তৈরি করবেন না৷
অ্যাকাউন্ট নম্বরগুলিঃ
বিজ্ঞাপনে আমাদের অগ্রিম অনুমােদন ছাড়া ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নম্বর, লয়ালটি কার্ড নম্বর, বা টেলিফোন অ্যাকাউন্ট নম্বর অনুরােধ করা যাবে না।
অপরাধের ইতিহাসঃ
আমাদের অগ্রিম অনুমতি ছাড়া কিছুতেই বিজ্ঞাপনে অপরাধ বা গ্রেফতারের ইতিহাস সংক্রান্ত তথ্যের অনুরােধ করা যাবে না।
আর্থিক তথ্যঃ
ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্ক রাউটিং সংখ্যা, ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর, ক্রেডিট স্কোর, আয়, নিট সম্পদ এমন তথ্য যা আর্থিক নিরাপত্তাকে বিঘ্নিত করে তা আমাদের পূর্বানুমতি ছাড়া অনুরােধ করে না৷
সরকার দ্বারা ইস্যু করা শনাক্তকারী আইডিঃ
বিজ্ঞাপনে সােশ্যাল সিকিউরিটি নম্বর, পাসপাের্ট নম্বর বা ড্রাইভিং লাইসেন্সের নম্বর সহ সরকার কর্তৃক ইস্যু করা শনাক্তকারী আইডি আমাদের অগ্রিম অনুমােদন ছাড়া অনুরােধ করা যাবে না।
স্বাস্থ্য তথ্যঃ
বিজ্ঞাপনগুলি অবশ্যই আমাদের কাছ থেকে আগে থেকে নেওয়া অনুমতি ছাড়া শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মেডিক্যাল চিকিৎসা, চিকিৎসাজনিত পরিস্থিতি বা অক্ষমতা সহ স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের জন্য অনুরােধ করবে না৷
বিমার তথ্যঃ
বিজ্ঞাপনগুলি অবশ্যই আগে থেকে আমাদের অনুমতি না থাকলে বর্তমান বিমার পলিসি নম্বর সহ বিমার তথ্যের জন্য অনুরােধ করবে না৷
রাজনৈতিক অন্তর্ভুক্তিঃ
বিজ্ঞাপনগুলি অবশ্যই রাজনৈতিক অন্তর্ভুক্তি সম্পর্কিত তথ্য অনুরােধ করবে না।
জাতি বা জাতিগতঃ
বিজ্ঞাপনগুলি অবশ্যই আগে থেকে আমাদের অনুমতি না থাকলে বর্ণ বা জাতি সম্পর্কিত তথ্যের জন্য অনুরােধ করবে না৷
ধর্মঃ
আমাদের অগ্রিম অনুমতি ছাড়া কিছুতেই বিজ্ঞাপনে ধর্ম বা দার্শনিক বিশ্বাস সংক্রান্ত তথ্যের অনুরােধ করা যাবে না।
সেক্সুয়াল ওরিয়েন্টেশনঃ
বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের অগ্রিম অনুমােদন ছাড়া কোনাে ব্যক্তি কোন লিঙ্গের মানুষের সঙ্গে ডেট করতে চান তা সহ কোনাে ব্যক্তির লিঙ্গ প্রবৃত্তি বা তথ্য জানার অনুরােধ করা যাবে না।
টেমপ্লেটের প্রশ্নাবলীঃ
বিজ্ঞাপনে এমন কোনাে অনুরূপ বা উল্লেখযােগ্যভাবে একই তথ্য অনুরােধ করা যাবে না যেখানে আপনাকে একটি টেমপ্লেট প্রশ্ন ব্যবহারের অনুরােধ করতে পারেন।
ট্রেড ইউনিয়ন সদস্যতাঃ
বিজ্ঞাপনগুলি অবশ্যই আগে থেকে আমাদের অনুমতি না থাকলে ইউনিয়ন সদস্যতার অবস্থা সম্পর্কিত তথ্যের জন্য অনুরােধ করবে না৷
ব্যবহারকারীর নাম বা পাসওয়ার্ডঃ
আমাদের পূর্বানুমতি ছাড়াই বিদ্যমান এবং নতুন অ্যাকাউন্টগুলির জন্য ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সহ বিজ্ঞাপনগুলি ব্যবহারকারীর নাম বা পাসওয়ার্ড এর অনুরােধ করে না৷ আপনি যদি আপনার সাইট বা পরিষেবা সহ একটি অ্যাকাউন্টের জন্য লােকেদেরকে সরাসরি সাইন আপ করাতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার বিজ্ঞাপনগুলি চালানাের সময় ওয়েবসাইট ব্যবহার করতে হবে৷
ব্র্যান্ড অনুমােদনঃ
বিজ্ঞাপনগুলি একটি Facebook বা Instagram এর কোনাে ধরনের অংশীদারিত্ব বা অন্য কোন Facebook কোম্পানি দ্বারা ইঙ্গিত দিতে পারবে না।
বিজ্ঞাপনে ব্র্যান্ডের ব্যবহারঃ
Facebook বা Instagram-এর সামগ্রীর সঙ্গে লিঙ্ক করা বিজ্ঞাপনগুলি (Facebook লগইন করা পেজ, গােষ্ঠী, ইভেন্ট, বা সাইট সহ) বিজ্ঞাপনের গন্তব্য পরিষ্কারভাবে বর্ণনার উদ্দেশ্যে বিজ্ঞাপনের টেক্সটে "Facebook" বা "Instagram"-এ সীমিত রেফারেন্স করতে পারে।
বিজ্ঞাপনগুলি এরকমভাবে Facebook ব্র্যান্ডকে উপস্থাপন করা যাবে না যা এটিকে সৃজনশীলতার সবচেয়ে স্বতন্ত্র অথবা বিশিষ্ট বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত করে।
Facebook ব্র্যান্ডের সম্পদগুলিকে কোনওভাবেই সংশােধন করা উচিত নয়, যেমন ডিজাইন বা রঙ পরিবর্তন করে, বা বিশেষ প্রভাব বা অ্যানিমেশনের উদ্দেশ্যে।
কপিরাইট এবং ট্রেডমার্কগুলিঃ
অন্য সমস্ত বিজ্ঞাপন এবং ল্যান্ডিং পৃষ্ঠাগুলি অবশ্যই আমাদের Facebookএর ব্র্যান্ড রিসাের্স সেন্টার এবং Instagram-এর ব্র্যান্ড রিসাের্স সেন্টার-এর স্পষ্ট অনুমােদন ছাড়া অথবা আমাদের পূর্ব লিখিত অনুমতি ছাড়া আমাদের কপিরাইট, ট্রেডমার্ক, অথবা যেকোনাে বিভ্রান্তিকর অনুরূপ চিহ্ন ব্যবহার করবে না।
ডেটা ব্যবহারের সীমাবদ্ধতাঃ
নিশ্চিত হােন যে Facebook বা Instagram বিজ্ঞাপন থেকে সংগৃহীত, প্রাপ্ত বা পাওয়া ডেটা (“Facebook বিজ্ঞাপন ডেটা”) কেবল আমাদের হয়ে কাজ করেন তার সঙ্গে শেয়ার করা হয়, যেমন আপনার পরিষেবা প্রদানকারী।
আপনার পরিষেবা প্রদানকারীররা যে কোনাে Facebook বিজ্ঞাপন ডেটা বা আমাদের থেকে প্রাপ্ত যে কোনাে অন্যান্য তথ্য সুরক্ষিত করছে, সমস্ত তথ্যের ব্যবহারের সীমা এবং গােপন রাখা ও নিরাপদ তা নিশ্চিত করার দায়িত্ব আপনার।
একটি সমষ্টিগত এবং বেনামী ভিত্তিতে (Facebook এর অনুমতি ছাড়া) এবং শুধুমাত্র আপনার Facebook বিজ্ঞাপন প্রচারের কার্যকারিতা এবং কর্মক্ষমতা মূল্যায়ন করার জন্য ছাড়া যে কোনাে উদ্দেশ্যে (রিটার্গেটিং, বিজ্ঞাপনদাতার প্রচারের ডেটা ট্যাগ সহ পিগিব্যাকিং অথবা নির্দেশনার অনুমতি দেওয়া) Facebook বিজ্ঞাপন ডেটা ব্যবহার করবেন না।
ফেসবুক ব্যবহারকারীর মােবাইল নম্বর, পিসি থেকে তথ্য পেতে বা তার ব্যবহার করা আইপি ঠিকানা পেতে আপনি কোনভাবেই ফেসবুক বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করতে পারবেন না।
কোনাে Facebook বিজ্ঞাপন ডেটা (বেনামী, সমষ্টিগত, বা প্রাপ্ত তথ্য সহ) কোনাে বিজ্ঞাপন নেটওয়ার্ক, বিজ্ঞাপন বিনিময়, ডেটা ব্রোকার বা অন্যান্য বিজ্ঞাপন সম্পর্কিত পরিষেবায় পাঠাবেন না।
যে জিনিসগুলি আপনার জানা উচিতঃ
বিজ্ঞাপন নীতিগুলি আপনার সকল বিজ্ঞাপনগুলিতে প্রযােজ্য এবং বাণিজ্যিক সামগ্রী ফেসবুক দ্বারা পরিবেশিত বা Facebook এর মাধ্যমে ক্রয় করা হয়েছে, তা ফেসবুক চাইলে বন্ধ করতে পারে। বিজ্ঞাপনগুলি অ্যাপসের মধ্যে প্রদর্শিত হচ্ছে এবং Instagram এ থাকা বিজ্ঞাপনগুলির অধিকার এবং দায়িত্ব সম্পূর্ণই আপনার। আপনি যদি Instagram বা নির্দিষ্ট Facebook বিজ্ঞাপন সংক্রান্ত পণ্য বা পরিষেবাগুলি ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই অতিরিক্ত শর্তাদি বা নির্দেশিকাসহ সামঞ্জস্যপূর্ণ হতে হবে৷
বিজ্ঞাপনদাতাদের সমস্ত প্রযােজ্য আইন এবং বিধি বুঝে ও মেনে চলতে হবে। আমাদের নিয়ম পালনে ব্যর্থ হলে আপনার দেওয়া বিজ্ঞাপন বাতিল করা এবং আপনার অ্যাকাউন্ট বাতিল করা সহ বিভিন্ন ফলাফল হতে পারে এবং এ নিয়ে কোন ধরনের আইনি ব্যবস্থা আপনি নিতে পারবেন না। আমরা বিজ্ঞাপনের লক্ষ্যের জন্য সংবেদনশীল ব্যক্তিগত ডেটা ব্যবহার করি না৷ আপনি আপনার বিজ্ঞাপনকে জনপ্রিয় করার জন্য যে বিষয়গুলিকে বেছে নিয়েছেন তা ব্যক্তিগত বিশ্বাস, বৈশিষ্ট্যাবলী বা Facebook বা Instagram ব্যবহার করেন এমন ব্যক্তিদের বােঝায় না- এটি আপনাকেই নিশ্চিত করতে হবে।
প্রথম বার বিজ্ঞাপন প্রকাশের পর সেটি সম্পর্কিত যাবতীয় তথ্য সকল ব্যবহারকারীর অধিভুক্ত হয়ে যায়। কাজেই আপনার বিজ্ঞাপন, আপনার টার্গেট করা কাস্টম ব্যবহারকারীর বাইরেও অন্যদের কাছে যেতে পারে। এবং ফেসবুক এ সংক্রান্ত দায় বহন করে না।
একবার বিজ্ঞাপন প্রচারের পর ফেসবুক সেটি নিজস্ব আর্কাইভে রেখে দেয় এবং পরবর্তীতে সেটি প্রয়ােজন সাপেক্ষে প্রচার করতে পারে। ফেসবুক সাধারণত একটি বিজ্ঞাপন ৭ বছর সংরক্ষণ করে থাকে। কোন উপযুক্ত ও অধিকারপ্রাপ্ত সরকারী সংস্থা আপনার বিজ্ঞাপন সংক্রান্ত তথ্য ফেসবুকের কাছে চাইলে, ফেসবুক পরিস্থিতি বিবেচনায় সেটি দিতে পারে। এক্ষেত্রে আপনার আপত্তি গ্রহনযােগ্য নাও হতে পারে।
আপনি যদি অন্য বিজ্ঞাপনদাতাদের পক্ষ থেকে বিজ্ঞাপনগুলি পরিচালনা করেন তাহলে প্রতিটি বিজ্ঞাপনদাতা বা ক্লায়েন্টকে অবশ্যই পৃথক বিজ্ঞাপন অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালনা করতে হবে৷
আপনি একটি প্রতিষ্ঠিত বিজ্ঞাপন অ্যাকাউন্টের বিজ্ঞাপনদাতা বা ক্লায়েন্টকে পরিবর্তন করতে পারবেন না; একটি নতুন অ্যাকাউন্ট সেট আপ করুন৷ প্রতিটি বিজ্ঞাপনদাতা এই বিজ্ঞাপনের নীতিগুলি মেনে চলে তা নিশ্চিত করার জন্য আপনি দায়ী৷
আমরা যে কোনাে বিজ্ঞাপন যে কোনাে কারণে, আমাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে, প্রত্যাখ্যান, অনুমােদন বা মুছে ফেলার অধিকার সংরক্ষণ করি, এর মধ্যে সেই সব বিজ্ঞাপন অন্তর্ভুক্ত যা নেতিবাচকভাবে আমাদের ব্যবহারকারীদের সঙ্গে আমাদের সম্পর্ককে প্রভাবিত করে অথবা যা আমাদের প্রতিযােগিতামূলক অবস্থান, আগ্রহ বা বিজ্ঞাপন দর্শনের বিপরীতে সামগ্রী, পরিষেবা বা কার্যকলাপ প্রচার করে।
যেসব নীতির জন্য পূর্ব লিখিত অনুমতি প্রয়ােজন, Facebook বা একটি Facebook কোম্পানি সেই অনুমতি প্রদান করতে পারে৷
এই নীতিগুলি বিজ্ঞপ্তি ছাড়াই যে কোনাে সময় পরিবর্তন সাপেক্ষে৷
Post Related Things: Bangla Blog, ফেসবুক বিজ্ঞাপন নীতি, Facebook Ad Policy, ফেসবুক বিজ্ঞাপন পলিসি, facebook ads, facebook ad policy, facebook, facebook ads policy alcohol, facebook advertising policies, facebook ads policy in hindi, facebook ad account disabled, facebook ad rejected, non-discrimination policy facebook, facebook advertising, facebook ad account disabled for policy violation, advertising policies facebook, facebook personal attributes policy, facebook ads policy, how to get facebook ads approved, facebook ads policy 2022, বিজ্ঞাপন, বিজ্ঞাপন বানিজ্য, বিভ্রান্তিকর বিজ্ঞাপন, কোম্পানির বিজ্ঞাপন, বিজ্ঞাপনের দায়, বিজ্ঞাপনের প্রতিশ্রুতি,